আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সংবিধানে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব জমা দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই প্রস্তাবে বলা হয়েছে, ঈশ্বরে বিশ্বাসের বিষয়টি নতুনভাবে সংবিধানে যোগ করা হবে এবং সমলিঙ্গে বিয়ের অধিকার রাখা হবে না। সংবিধান সংশোধনের খসড়ায় আরো বলা হয়েছে, ঈশ্বরে বিশ্বাস রয়েছে রাশিয়ার। বিয়ে কেবল একজন পুরুষের সঙ্গে একজন নারীর হবে।
এদিকে গির্জার সঙ্গে রুশ প্রেসিডেন্টের সম্পর্কের বিষয়টি সবারই জানা। গির্জার যাজকদের পরামর্শে রাশিয়ার সংবিধানে ঈশ্বরে বিশ্বাসের বিষয়টি নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে। স্বাস্থ্য খাতে বড়ো সমস্যা জনবল সংকট আগামী বছর থেকে পূর্বাচলে হবে বাণিজ্য মেলা, মেলার উদ্বোধন শেষে জানালেন প্রধানমন্ত্রী ট্রাম্পের মাথার দাম ৮ কোটি ডলার নির্ধারণ করলেন সোলায়মানির এক ভক্ত অনেকেই সমালোচনা করে বলছেন, সংবিধানে এ ধরনের পরিবর্তন নিয়ে আসার ফলে রাশিয়া নিজের অবস্থান থেকে অনেকটাই সরে আসবে।
অবশ্য পুতিন নিজের সমর্থন ও ক্ষমতা বাড়ানোর জন্যই এ ধরনের কৌশল অবলম্বন করছেন বলে মনে করছেন সমালোচকরা। সামনের সপ্তাহে সংবিধানে বিষয়গুলো যুক্ত করার সিদ্ধান্ত পাস হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।