আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয় সামরিক বাহিনী ডিনিপার নদীর বাম তীরে তাদের নাশকতাকারীদের ব্যাপক অবতরণের প্রচেষ্টা পরিত্যাগ করেছে। ইউক্রেনীয় মিডিয়া এ বিষয়ে যেসব প্রতিবেদন প্রকাশ করছে তার বেশিরভাগই ভুয়া।
বৃহস্পতিবার খানসন অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নরের একজন ফ্রিল্যান্স উপদেষ্টা আলেকজান্ডার মালকোভিচ এ তথ্য জানিয়েছেন। খবর তাসের।
তিনি বলেন, খেরসন থেকে সেনা সরিয়ে নেওয়ার সবচেয়ে কঠিন দিনগুলোতে, তারা সামরিক এবং মনস্তাত্ত্বিকভাবে উভয় ক্ষেত্রেই সর্বাধিক প্রভাব ফেলার চেষ্টা করেছিল। এখন অনেক দিন ধরে তারা ডিনিপার নদী পার হওয়ার প্রচেষ্টা ত্যাগ করেছে।
মালকোভিচ যোগ করেছেন, নাশকতার কর্মকাণ্ড নিয়ে ইউক্রেনের মিডিয়া স্পেসে প্রকাশিত খবরগুলো তথ্য যুদ্ধের অংশমাত্র।
তিনি বলেন, ‘যখন মাত্র এক লাইনে ভুয়া খবর তৈরি করা হয় এবং কোনো দায়বদ্ধতা ছাড়াই পাঠ্য আকারে প্রকাশ করা হয়, তখন ক্যাফেতে বসে থাকা যেকোনো ব্যক্তি লিখতে পারে যে ২০ জন নাশকতার দল সবেমাত্র অবতরণ করেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।