জয়পুরহাট প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘বর্তমান সরকারের রুপকল্প ২০৪১ হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ।’
আজ জয়পুরহাটে ‘রূপকল্প ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী কর্মসূচীর আজ শেষ দিনে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ফলে বালাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে উল্লেখ করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের চিত্র তুলে ধরে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।