
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. ফাহিম ভুইয়া (২৫)-কে আটক করা হয়।
শরীয়তপুরে আওয়ামী লীগ–যুবশক্তি–বিজেপির ৩ শতাধিক নেতা বিএনপিতে যোগদান
পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজত থেকে ০১টি বিদেশি পিস্তল, ০১টি আগ্নেয়াস্ত্র, ০৭ রাউন্ড তাজা গোলাবারুদ (অ্যামোনিশন) এবং ০৩টি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ফাহিম ভুইয়া এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, অবৈধ অস্ত্র বহন এবং বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে এবং সন্ত্রাস ও অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


