বেলগোপ রূপপুর প্রকল্পে ট্রেট রোশিম নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে মিক্সার প্লানের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বেলগোপ বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তাকে রূপপুর থেকে অ্যাম্বুলেন্সে করে প্রথমে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত নয়টার দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইফুল আরও জানান, বেলগোপের মরদেহ হাসপাতালের মর্গের ফ্রিজে রাখা হয়েছে। তার মৃত্যুর খবর দূতাবাসকে জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তারা মরদেহটি দেশে পাঠানোর ব্যবস্থা করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।