Advertisement
জুমবাংলা ডেস্ক: রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘ইফেকটিভ অপারেশনস অব অডিট এন্ড ইন্সপেকশন’ শীর্ষক এক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবিবার ব্যাংকের অডিট এন্ড ইন্সপেকশন, মনিটরিং ও কমপ্লায়েন্স বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে খন্দকার আতাউর রহমান কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ব্যাংকের অডিট ইনসপেকশনসহ সংশ্লিস্ট বিভাগ সমূহের কর্মকর্তাদের দক্ষতা বহুগুন বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল সালমা বানু ও ডিজিএম সাফায়েত হোসেনসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



