স্পোর্টস ডেস্ক : কেন রিচার্ডসনের ফুল লেংথ ডেলিভারিতে সজোরে ব্যাট চালালেন গ্লেন ম্যাক্সওয়েল। ‘কাউ কর্নার’ দিয়ে বল আছড়ে পড়ল গ্যালারির দ্বিতীয় তলায়। ১২২ মিটার ছক্কা। ইনিংস জুড়েই এমন খুনে ব্যাটিং উপহার দিলেন অস্ট্রেলিয়ান তারকা। সেই সঙ্গে নাম লেখালেন রেকর্ডের বইয়ে।
বিগ ব্যাশে রবিবার (১২ জানুয়ারি) মেলবোর্ন ডার্বিতে রেনেগেডসকে ৪২ রানে হারানোর পথে সবচেয়ে বড় অবদান রাখেন ম্যাক্সওয়েল। দলের বিপর্যয়ে ৫২ বলে খেলেন ৯০ রানের বিস্ফোরক ইনিংস। তার ১০ ছক্কা ও ৪টি চারে গড়া ইনিংসের সুবাদে ১৬৫ রান করে স্টার্স। পরে প্রতিপক্ষকে গুটিয়ে দেয় ১২৩ রানে।
ম্যাক্সওয়েলের ১০ ছক্কা স্টার্সের হয়ে কোনো ব্যাটসম্যানের এক ইনিংসে সর্বোচ্চ। তিনি টপকে যান ইংল্যান্ডের লুক রাইটের ৯ ছক্কার রেকর্ড। ম্যাচটিতে পাকিস্তানের উসামা মিরকে নিয়ে জুটির রেকর্ড গড়েন ম্যাক্সওয়েল। দুইজনের যুগলবন্দিকে আসে ৪৬ বলে ৮১ রান। বিগ ব্যাশে অষ্টম উইকেটে যা রেকর্ড। আগের সেরা জুটি ছিল ২০২১ সালে সিডনি থান্ডারের বিপক্ষে ব্রিজবেন হিটের জ্যাভিয়ার বার্টলেট ও মার্ক স্টেকেটির ৭৯। রেনেগেডসের বিপক্ষে রেকর্ড জুটিতে ৭৯ রানই করেন ম্যাক্সওয়েল। মিরের ব্যাট থেকে আসেনি একটি রানও। বাকি দুই রান অতিরিক্ত থেকে।
মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্টার্স। সপ্তম ওভারে ৪৫ রানে ৪ উইকেট হারানোর পর ক্রিজে যান ম্যাক্সওয়েল। এরপর দ্রুত আরও তিন ব্যাটসম্যানের বিদায়ে ভীষণ চাপে পড়ে যায় দলটি। ৭৫ রানে ৭ উইকেট হারিয়ে খাদের কিনার থেকে স্টার্সকে টেনে তোলেন ম্যাক্সওয়েল। প্রতিপক্ষের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ৩৭ বলে স্পর্শ করেন ফিফটি। এই সময়ে ২টি চারের সঙ্গে হাঁকান ৫টি ছক্কা।
পঞ্চাশ ছোঁয়ার পরের ওভারেই রিচার্ডসনকে সেই বিশাল ছক্কায় ওড়ান ম্যাক্সওয়েল। ওই ওভারে আরেকটি ছক্কা ও চার মারেন তিনি। ১৮তম ওভারের প্রথম তিন বলেই উইল সাদারল্যান্ডকে হাঁকান ছক্কা, পঞ্চম বলে মারেন চার। ওভার থেকে আসে ২২ রান। মিরের বিদায়ে ১৯তম ওভারে ভাঙে রেকর্ড গড়া জুটি। শেষ ওভারের প্রথম বলে রিচার্ডসনের শর্ট ডেলিভারিটি স্টাম্পে টেনে এনে সমাপ্তি ঘটে ম্যাক্সওয়েলের চোখধাঁধানো ইনিংসের। ম্যাক্সওয়েল ছাড়া স্টার্সের ইনিংসে ২১ রানের বেশি করতে পারেননি কেউ।
রান তাড়ায় তেমন লড়াই-ই করতে পারেনি রেনেগেডস। তাদের ইনিংসে ফিফটি নেই কারো। সর্বোচ্চ ২৬ রান আসে টিম সাইফার্টের ব্যাট থেকে। পঞ্চাশ ছোঁয়া জুটি নেই একটিও। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৭ রানে ৫ উইকেট নেন ৩০ বছর বয়সী অস্ট্রেলিয়ান পেসার মার্ক স্টেকেটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এই প্রথম পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি। একই সঙ্গে পূর্ণ করলেন এই সংস্করণে ১০০ উইকেটে মাইলফলক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।