Advertisement
স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকায় চোখধাঁধানো পারফর্ম করল ব্রাজিলের নারী দল। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দলটি।
রোববার বাংলাদেশ সময় ভোরে ফাইনালে স্বাগতিক কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতল সেলেকাওরা।
এ জয়ের সঙ্গে নিজেদের সবচেয়ে বেশি কোপা জেতার রেকর্ডটা আরও সমৃদ্ধ করল ব্রাজিলের প্রমিলারা।
অবশ্য নারীদের কোপা আমেরিকা মানেই ব্রাজিলের দুর্দান্ত সব রেকর্ড। এ পর্যন্ত ৮ আসরের সাতটিতেই জিতেছে শিরোপা। চমৎকার বিষয়টি হলো এ পর্যন্ত যত কোপা আমেরিকা হয়েছে, তার সবকটিতেই ফাইনাল খেলেছে ব্রাজিলের নারীরা।
দাপট দেখিয়ে গ্রুপপর্ব পার করা কলম্বিয়াকে অবশ্য হেসেখেলে হারাতে পারেনি ব্রাজিল।
ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। সফল স্পটকিকে গোল করেন দেবিনহা। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি।
এই এক গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলকে।
ম্যাচ হাইলাইটস দেখুন –
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.