বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কামরুল আহসান। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সালমা পারভীনের সই করা এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
আগামী রোববার (১১ ডিসেম্বর) থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।
Advertisement
এর আগে কামরুল আহসান অতিরিক্ত মহাপরিচালকের (অবকাঠামো) দায়িত্বে ছিলেন। আগামী ১১ ডিসেম্বর থেকে রেলের বর্তমান মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার অবসরে যাচ্ছেন। ১২ ডিসেম্বর থেকে রেলের নতুন মহাপরিচালক দায়িত্ব নেবেন মো. কামরুল আহসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।