Advertisement
জুমবাংলা ডেস্ক: রেলক্রসিং দুর্ঘটনার বিচারিক তদন্তে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
রিট আবেদনকারী রনির পক্ষে আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল বাসস’কে জানান, রিটে এসব দুর্ঘটনা আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। একইসঙ্গে সম্প্রতি মীরসরাইয়ে ও গোপালগঞ্জ জেলায় রেলক্রসিং দুর্ঘটনায় হতাহতদের পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণের নির্দেশ চাওয়া হয়েছে।
এর আগে গত ৭ জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি৷
রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকতাদের আশ্বাসে ২৫ জুলাই আন্দোলন স্থগিত করেন মহিউদ্দিন রনি। সূত্র: বাসস
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.