রেসলিং রিংয়ে ঝড় তুলছেন রকের মেয়ে

রক

বিনোদন ডেস্ক: ডোয়াইন ‘দ্য রক’ জনসন, হলিউড অভিনেতা এবং সর্বকালের অন্যতম সেরা পেশাদার কুস্তীগির। প্রায় দুই দশক রেসলিং দুনিয়া মাতিয়ে ২০১৬ সালে অবসর নিয়েছিলেন তিনি। জনসনের পথ ধরে এবার তার বড় মেয়ে সিমোন জনসনও পা রাখলেন পেশাদার রেসলিংয়ের জগতে।

পেশাদার রেসলার হিসেবে এরই মধ্যে ডব্লিউডব্লিউই’র এনএক্সটিতে অভিষেক হয়েছে সিমোনের। রেসলিং জগতে তার পরিচিত আভা রেইন নামে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লেট নাইট টক শো সঞ্চালক জিমি কিমেলের সঙ্গে সাক্ষাৎকারে মেয়ের রেসলিং জগতে পা রাখার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে কিংবদন্তি রেসলার রক, ‘আমি তাকে (সিমোন) নিয়ে গর্বিত। ডব্লিউডব্লিউই’র ফেডারেশন এনএক্সটিতে তার অভিষেক হয়েছে।’
রক
‘সে দারুণ পারফর্ম করেছে। সে মাইক নিয়ে রিংয়ে উঠেছিল, বেশ উদ্দীপ্ত ছিল। রেসলিংয়ে তার নামটাও দারুণ, আভা রেইন।’


ডব্লিউডব্লিউই’র টিভি শো’তে সিমোনকে কবে দেখা যেতে পারে, সে ব্যাপারে এখনো কিছু জানায়নি সংস্থাটি। ধারণা করা হচ্ছে, টিভি অভিষেকের আগে নিজেদের পারফরম্যান্স সেন্টারে অনুশীলনের মাধ্যমে সিমোনকে ঠিকঠাক প্রস্তুত করতে চায় ডব্লিউডব্লিউই, এরপরই আসতে পারে টিভি অভিষেকের আনুষ্ঠানিক ঘোষণা।

‘ছেলেটা আসলেই খুব ভালো মানুষ’, নতুন স্বামী রবিনকে নিয়ে পূর্ণিমার উচ্ছ্বাস