জুমবাংলা ডেস্ক: আসন্ন রমজানে নিম্ন আয়ের মানুষের মাঝে ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দুই ধাপে ভর্তুকি মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
রোববার (২৬ ফেব্রুয়ারি) টিসিবির পরিচালক (বাণিজ্যিক-সিএমএস ও বিওবি) এস এম শাহীন পারভেজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা জানান, আমরা অন্য সময়ের মতো ফেব্রুয়ারির শেষদিন থেকে মার্চ পর্যন্ত সারাদেশে এক কোটি পরিবারকে স্বল্পমূল্যে তেল, ছোলা, ডাল, চিনি ও খেজুর দেওয়া হবে। তবে শুধুমাত্র রাজধানীবাসীকে খেজুর দেওয়া হবে।
এস এম শাহীন পারভেজ জানান, ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় শুরু হবে বিক্রি কার্যক্রম। যা শেষ হতে রমজান চলে আসবে। জনগণ ওই পণ্য দিয়ে রমজান শুরু করতে পারবে। পরে মার্চ মাসেরটা ১০ থেকে ১২ রমজানের দিকে শুরু করতে চাই। যা রমজানের বাকি সময় ধরে বিক্রি করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।