Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস নিয়ে অহেতুক ভীতি সৃষ্টি না করার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রবিবার (১৫ মার্চ) সচিবালয়ে বৈঠক শেষে এ পরামর্শ দেন তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, গেলো ২৪ ফেব্রুয়ারি (সোমবার) থেকে চীন রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
অন্যান্য দেশ থেকেও বাংলাদেশে পণ্য আমদানি অব্যাহত রয়েছে। ফলে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দামে কোনও প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি।
মন্ত্রী জানান, এখন থেকে ১৬১২১ নম্বরে ফোন করে ভোক্তারা তাদের অভিযোগ জানাতে পারবেন।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ভোক্তা স্বার্থ রক্ষায় এই হটলাইন চালু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।