স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমকেই জানেন সবাই। ধরুন, কোনো সিরিজ চলাকালে ঐচ্ছিক অনুশীলন ক্রিকেটারদের। মাঠে একজন মাত্র হলেও মুশফিককে পাওয়া যাবে। সেটা আগের দিন ম্যাচে যতই চাপ নিয়ে খেলুন না কেন। উইকেট কিপিংয়ের সঙ্গে যত লম্বা সময় ধরে ব্যাটিং করুণ না কেন!
রমজানের প্রথম দিনেও মুশফিক তাই ফিটনেস ট্রেনিংয়ে বিরতি দেননি। শনিবার রোজার প্রথম দিনে মুশফিক একটি ভিডিও পোস্ট করেছেন ফেইসবুকে। নিজের ভেরিফায়েড পেজে করা প্রায় সাড়ে তিন মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে ঘরেই ফিটনেস ট্রেনিংয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন মুশফিক।
নিজের ঘরে তৈরি জিমে ওয়েট লিফটিং, রানিং, পুশআপ, সিট আপ, চেস্টআপ- সবকিছুই করছেন এই তারকা। ভিডিওর ক্যাপশনে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিখেছেন, ‘রোজা কখনো অজুহাত হতে পারে না। আলহামদুলিল্লাহ! রোজা রাখুন এবং পরিশ্রম করুন।’
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে সবাইকে ঘরে থাকার বার্তাও দিয়েছেন মুশফিক। লিখেন, ‘সবাই নিরাপদ থাকুন, ঘরে থাকুন এবং একে অন্যের জন্য দোয়া করুন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।