বিনোদন ডেস্ক : রোজা, ফুল অউর কাঁটে-র মতো সুপারহিট ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন মধু। কিন্তু সেই খ্যাতি দীর্ঘস্থায়ী হয়নি। ক্রমেই লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে সরে যান মধু। ঠিক কী হয়েছিল তাঁর সঙ্গে? সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই বিষয়ে মুখ খুলেছিলেন তিনি।
একটি হিন্দি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মধু জানান, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দ্বিধা বোধ করতেন তিনি। পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করতে চাননি বলেই বহু ছবির অফার ফিরিয়ে দিতে বাধ্য হন তিনি, দাবি মধুর। অভিনেত্রী জানান, তিনি ছোট থেকেই রক্ষনশীল পরিবেশে মানুষ হয়েছেন। সেকারনেই এই ধরনের দৃশ্যে সাবলীল নন তিনি। উদাহরণ দিতে গিয়ে একটি ছবির চুম্বন দৃশ্যের প্রসঙ্গ টানেন অভিনেত্রী। তবে কোন ছবিতে এই ঘটনা ঘটে তা অবশ্য খোলসা করেননি তিনি।
রিলিজ হল রোমান্সের দৃশ্যে ভরা ওয়েব সিরিজ, ভুলেও দেখবেন না বাচ্চাদের সামনে
মধু বলেন, “আজকাল আমরা সিনেমায় যে ধরনের চুম্বন দেখে থাকি, এটা ঠিক তেমন ছিল না। ঠোঁটে আলতো একটা ছোঁয়ার মতো ছিল, কিন্তু তাতেই আমার খুব খারাপ লেগেছিল। শুটিং শুরু হওয়ার আগে আমাকে যে চুম্বন করতে হবে, সে বিষয়ে কিছুই জানানো হয়নি। যখন জানানো হল, তখন ওঁরা (নির্মাতারা) আমাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে কথা বলেন। দৃশ্যটি কেন জরুরি, তা ওঁরা আমাকে বুঝিয়েছিলেন বলেই আমি রাজি হই। কিন্তু আমাকে যত কাজ করতে হয়েছে, তার মধ্যে ওটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর এবং অস্বাভাবিক একটি বিষয়।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।