বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত সেপ্টেম্বরে রোটেটিং ক্যামেরার একটি ট্যাবলেট পিসি আনার ঘোষণা দিয়েছিল এইচপি। সম্প্রতি ৪৯৯ ডলারে পাওয়া যাচ্ছে ১১ ইঞ্চির ওই ট্যাবটি। এক্সটার্নাল একটি কিবোর্ডের জন্য আরো গুনতে হতে পারে ১০০ ডলার। গিজমোচায়নার বরাতে জানা গিয়েছে, অনলাইন বিক্রেতা প্লাটফর্ম বেস্ট বাইয়ে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ট্যাবটি। খবর টেক রাডার।
ফ্রন্ট ও ব্যাকে সহজেই ফ্লিপ করার মতো ক্যামেরার কারণে শুরুতেই বেশ চমক দেখিয়েছে। বিশ্বের প্রথম রোটেটিং ক্যামেরা আনার দাবিদার এইচপি। ১৩ মেগাপিক্সেলের ক্যামেরাটি সহজেই সেলফি মোড থেকে ওয়ার্ল্ড-ভিউ মোডে নেয়া যায়। এমনকি ভিডিও কলের সময় ডেস্কটপ ভিউ পাওয়া যায়।
বিভিন্ন কারণে তরুণদের কাছে আকর্ষণীয় হিসেবে দেখা দেবে ট্যাবটি। ১১ ইঞ্চি হওয়ার কারণে এটি না খুব ছোট কিংবা না খুব বড়। সহজেই হাতে রাখা যায় ট্যাবটি। টু পয়েন্ট ওয়ান কে ডিসপ্লে হওয়ার কারণে চোখের জন্য বেশ আরামদায়ক। যারা প্রচুর ভিডিও কলের পাশাপাশি কনটেন্ট নির্মাণ করেন, তাদের জন্য নিরাপদ বাছাই হতে পারে এইচপির আকর্ষণীয় ট্যাবটি।
এইচপির নতুন ট্যাবটির সঙ্গে পাওয়া যাবে কিকস্ট্যান্ড, কিবোর্ড ও প্যান। তবে একেকটির জন্য আলাদা করে অর্থ দিতে হবে। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকছে ট্যাবটিতে। মাইক্রোএসডি স্লট থাকায় স্টোরেজ ইচ্ছেমতো বাড়িয়ে নেয়া যাবে।
১১ ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের রেজল্যুশন থাকছে ২১৬০–১৪৪০ পিক্সেল। এইচপির ট্যবটিতে রয়েছে ইন্টেলের পেন্টিয়াম সিলভার এন৬০০০ প্রসেসর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।