
স্পোর্টস ডেস্ক: জুভেন্টাসকে জয়ের ধারায় ফেরালেন ক্রিস্তিয়ানো রোনালদো। সিরি আ’য় তলানির দল ক্রোতোনেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইতালিয়ান জায়ান্টরা।
অবশ্য এমন জয় তাদের প্রয়োজন ছিলই। হতাশার বৃত্তে থাকা দলটির অবস্থান হয়েছিল ষষ্ঠ স্থানে! চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পাওয়ায় এখন তারা উঠে গেছে তিনে। ২২ ম্যাচে জুভেন্টাসের সংগ্রহ ৪৫ পয়েন্ট। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।