স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের মতো মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও প্রথম একাদশে জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। মাঠে নেমেছেন দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধের খেলা বেঞ্চে বসেই দেখেছেন সিআরসেভেন। মাঠে নামার আগেই এগিয়ে যায় মরক্কো।
ইউসেফ এন-নেসিরির করা সেই গোলটি দেখে অবাক রোনালদো।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো হেডে গোল করার জন্য বিখ্যাত। দেশ ও ক্লাবের হয়ে হেডে অসংখ্য দৃষ্টিনন্দন গোল রয়েছে তাঁর। জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের হয়ে তাঁর করা দুটি গোল তো বেশ বিখ্যাতই। গত রাতে বেঞ্চে বসে নিজের স্টাইলেরই একটি ‘হেড গোল’ দেখেছেন রোনালদো। প্রথমার্ধের ৪৩তম মিনিটে ইয়াহিয়া আত্তিয়াত আল্লাহর ক্রস থেকে হেডে গোল করেন ইউসেফ এন-নেসিরি। লাফ দিয়ে পাঞ্চ করার চেষ্টা করেও ব্যর্থ হন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা।
নেসিরির গোলটি দেখে বেঞ্চে সতীর্থের পাশে বসে থাকা রোনালদো বেশ অবাক হন। সেই দৃশ্যটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। নেসিরির এমন উচ্চতায় লাফিয়ে উঠে গোল করা দেখে নিজের সোনালি অতীতের কথাও মনে পড়ে যেতে পারে রোনালদোর। নেসিরির গোলটা এতটাই দুর্দান্ত ছিল যে ফিফা বিশ্বকাপ তাদের নিজেদের পেজে এই মরক্কো তারকাকে ‘রকেটম্যান’ বলে অভিহিত করেছে।
Skywalker 🆙#MAR | #FIFAWorldCup pic.twitter.com/XscSNSHzlW
— FIFA World Cup (@FIFAWorldCup) December 10, 2022
দীর্ঘদিন পর্তুগাল দলটিকে একা টেনে নিয়ে যাওয়া রোনালদো এখন দলের একাদশে অবহেলিত। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১১৮ গোল করা রোনালদো মাঠে নেমেছিলেন দ্বিতীয়ার্ধে। তবে পর্তুগাল আর গোল না পাওয়ায় আক্ষেপ নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন এই মহাতারকা।
মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে খেলতে পারবেন না আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।