দীর্ঘ আট বছরের সম্পর্কের পর অবশেষে বাগদান সেরেছেন ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর বান্ধবী জর্জিনা রডরিগেজ। সোমবার ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে রোনাল্ডোর হাতে রাখা জর্জিনার হাতে ঝলমলে বিশাল হিরের আংটি নজর কাড়ে সবার। রত্ন বিশেষজ্ঞদের ধারণা, হিরেটি ২৫ থেকে ৩৫ ক্যারাটের এবং বিশ্বের অন্যতম দামি হিরের মধ্যে হতে পারে, যার সম্ভাব্য মূল্য ভারতীয় মুদ্রায় ২৬ কোটি থেকে ৪৪ কোটি টাকা।
রোনাল্ডোর দেওয়া এই আংটি ঘিরে সমাজমাধ্যমে অনেকেই চর্চা শুরু করেছেন। রত্ন বিশেষজ্ঞদের মধ্যে থেকে নানা মত প্রকাশ্যে এসেছে। কারও মতে, অত্যন্ত দুর্লভ একটি হিরে আংটিতে বসানো হয়েছে। সূত্রের দাবি, হিরেটি ২৫ থেকে ৩৫ ক্যারাটের। হিরেটি নিখুঁত ভাবে কাটা হয়েছে বলে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। অনেকে মনে করছেন, বিশ্বের প্রথম সারির দামি হিরেগুলির তালিকায় থাকবে এটি। তবে এই হিরের আংটির দাম নিয়েও নানা মতামত চোখে পড়ছে। বিভিন্ন সূত্রের দাবি, হিরেটির দাম ভারতীয় মুদ্রায় ২৬ কোটি টাকা থেকে ৪৪ কোটি টাকা হতে পারে।
সিলেটের সাদা পাথর লুটে সরব রুবেল হোসেন—‘প্রকৃতি লুট নয়, রক্ষা করুন’
উল্লেখ্য, রোনাল্ডো এবং জর্জিনা প্রায় ৮ বছর ধরে সম্পর্কে রয়েছেন। একটি বিলাসবহুল পোশাকের দোকানে তাঁদের প্রথম আলাপ। জর্জিনা সেখানেই কর্মরত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।