স্পোর্টস ডেস্ক : এবারের আসরে যেন একেবারে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর ফাইনাল পর্বে তারা তুলে নিলো টানা দ্বিতীয় জয়।
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শনিবার (৮ ফেব্রুয়ারি) রোমাঞ্চকর ম্যাচে উরুগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে মেসির উত্তরসূরীরা।
এদিন ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনার একক আধিপত্য থাকলেও শেষদিকে লড়াই জমিয়ে তুলে লুইস সুয়ারেজের উত্তরসূরীরা। পুরো ম্যাচে ৭ গোল হলেও প্রথম গোলের দেখা পেতে অবশ্য সমর্থকদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম গোলটি আদায় করে নেয় আর্জেন্টিনা। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে ক্লওদিও এচেভেরিকে পাস দেন ক্যারিজো। বক্সে ঢুকে এচেভেরি উরুগুয়ের দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে বল জড়ান জালে।
ম্যানচেস্টার সিটির মতো বিশ্বসেরা ক্লাব কেন এ আর্জেন্টাইনকে দলে ভিড়িয়েছে সে প্রমাণ তিনি আরেকবার দেন যোগ করা সময়ে। এবারও অ্যাসিস্টের ভূমিকায় ক্যারিজো। আক্রমণে উঠে ক্যারিজোর পাস দখলে নিয়ে পেনাল্টি এরিয়া থেকে ঠিকানা খুঁজে নেন তিনি।
তাতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মেসির উত্তরসূরীরা। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ফের দাপট আলবিসেলেস্তেদের। ৫২তম মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন আগের দুই গোলে সহায়তা করা ক্যারিজো। প্রতিপক্ষের তিন ডিফেন্ডারের বাধা এড়িয়ে বল নিয়ে দ্রুত গতিতে বক্সে ঢুকে জালভেদ করেন এ তরুণ স্ট্রাইকার।
অনেক চেষ্টার পর ৬০তম মিনিটে একটি গোল শোধ করে উরুগুয়ে। আর্জেন্টিনার বক্সে সতীর্থরা যখন একের পর এক চেষ্টা চালিয়েও সুবিধা করতে পারছিলেন না, তখন বল পেতেই ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন হোয়াকিন লাভেগা। কিন্তু ৮ মিনিট না যেতেই উরুগুয়েকে ফের অস্বস্তিতে ফেলেন ক্যারিজো। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে এচেভেরি পাস দেন ক্যারিজোকে। এবারও তাকে রুখতে পারেনি প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলরক্ষক।
৬৯তম মিনিটের মধ্যে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে একপ্রকার জয় নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা। তবে লড়াইটা জমে উঠে এরপরই। আলবিসেলেস্তেদের অস্বস্তিতে ফেলে পয়েন্ট কেড়ে নেয়ার ভীতি দেখান লাভেগা-পিকার্দোরা। ৭৫তম মিনিটে আগাজির ক্রস গোলমুখে পেয়ে আলতো ছোঁয়ায় জালে জড়ান লাভেগা। এর ১১ মিনিট পর কোর্দেরোর পাস বক্সে পেয়ে আর্জেন্টাইন গোলরক্ষককে বোকা বানিয়ে জালে জড়ান পিকার্দো। ম্যাচের নির্ধারিত সময়ের তখনো ৪ মিনিট বাকি। তাতে কিছুটা চাপে পড়ে যায় মেসির উত্তরসূরীরা। তবে শেষ কয়েক মিনিটে আর কোনো চমক দেখাতে পারেননি লাভেগারা। তাতে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
ফাইনাল পর্বের আগের ম্যাচে চিলিকে ২-১ ব্যবধানে হারিয়েছিল তারা। তাতে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে বেশ ভালোভাবে এগিয়ে আছে তারা। আরেক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে ৬ পয়েন্ট নিয়ে তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও।
গ্রুপ পর্বের লড়াই শেষে শিরোপার জন্য উরুগুয়ে, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ের সঙ্গে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে লড়ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দল হবে চ্যাম্পিয়ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।