Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) তহবিলে রোহিঙ্গাদের ২ মিলিয়ন ইউরো বা ১৮ কোটি টাকার বেশি অর্থ দিয়ে সাহায্য করবে ইউরোপীয় ইউনিয়ন।
এই সংগঠনটি বাংলাদেশে ডব্লিউএফপি’র প্রধান দাতা। তারা ২০১৪ সালের পর থেকে ৪১ মিলিয়ন ইউরোর মতো অর্থ সাহায্য দিয়েছে।
নতুন ১৮ কোটি দিয়ে ঝুঁকিতে থাকা শিশু এবং নারীদের সাহায্য করা হবে। তাদের পুষ্টি সমস্যা মেটানো হবে এবং পোশাক সরবরাহ করা হবে।
পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবির এখন কক্সবাজার। মিয়ানমার সরকারের নির্মম অত্যাচারে দেশটি থেকে পালিয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা সেখানে আশ্রয় নিয়েছে।
ইইউর তথ্য মতে, এর মধ্যে ১৮ হাজার রোহিঙ্গা নারী ধর্ষিত হয়েছে। এক লাখ ১৫ হাজার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।