জুমবাংলা ডেস্ক : রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মো. এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৫ আগস্ট রাজশাহী বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মো. এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এনামুল হক রাজশাহী-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিগত নির্বাচনে অংশ নিতে তিনি দলীয় মনোনয়ন চেয়েও পাননি।
জিরো থেকে হিরো বনে যাওয়া এনামুল হকের শৈশব কেটেছে রাজশাহীর বাগমারার হতদরিদ্র পরিবারে। লেখাপড়া করেছেন পলেটেকনিক ইনস্টিটিউটে। সেই সুবাদে নামের গোড়ায় যুক্ত করেছেন ইঞ্জিনিয়ার। গ্রামের মানুষ জানত ঢাকায় গার্মেন্টস ব্যবসা করেন। রাজনীতির সাথে ছিল না কোনও সম্পর্ক। ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে (রাজশাহী-৪) এমপি নির্বাচিত হবার পর হাতে যেন আলাদিনের চেরাগ পেয়ে পান। তাকে আর পিছে তাকাতে হয়নি। গাড়ি বাড়ি শিল্প কারখানা, আবাসন ব্যবসা কি নেই তার।
প্রতিষ্ঠা করেন এনা গ্রুপ। এ গ্রুপের রয়েছে এনা প্রপার্টিজ লিমিটেড, নর্দান পাওয়ার সলিউশন লিমিটেড, এনা রেডি মিক্স কংক্রিট লিমিটেড, সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ লিমিটেড, সাকো এটেক্স লিমিটেড, ইএনএ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন, সালেহা-ইমারত ফাউন্ডেশনসহ নামে বেনামে অনেক প্রতিষ্ঠান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।