জয়পুরহাট থানা থেকে লুট হওয়া একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাতিল ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি লাল টিস্যু কাপড়ে মোড়ানো ব্যাগের ভেতর থেকে সাদা রঙের এনএফ২৪ ৩ দশমিক ৩ ইঞ্চির সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গ্রেনেডটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা জয়পুরহাট থানায় লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। সেসময় থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুট হয়ে যায়। এর আগে র্যাব-৫ এর অভিযানে লুট হওয়া অস্ত্রের মধ্যে ২১ রাউন্ড গুলি এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছিল। লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।