চলমান বিশ্বকাপে দারুণ খেলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এখন পর্যন্ত খেলা সাত ম্যাচের তিনটিতে জয় নিয়ে সাত পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। লাল-সবুজের দল শেষ চারে খেলার সম্ভাবনাও জিইয়ে রেখেছে। দলের এই সাফল্যের প্রভাব বিশ্ব র্যাঙ্কিংয়েও পড়েছে।
বিশ্বকাপের মধ্যেই র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। এক ধাপা এগিয়ে ৯২ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে মাশরাফির দল।
এরা আগে গত ১৪ জুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল আটে। তখন রেটিং পয়েন্ট ছিল ৮৫। তবে বিশ্বকাপে দারুণ খেলে এগিয়েছে র্যাঙ্কিংয়েও।
নবম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং পয়েন্ট এখন ৭৮। সমান রেটিং পয়েন্ট নিয়েও আটে আছে শ্রীলঙ্কা। কারণ তাদের ম্যাচ সংখ্যা আর পয়েন্ট উইন্ডিজের চেয়ে বেশি।
এদিকে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে ভারত। তাই দ্বিতীয় স্থানে নেমে গেছে ইংল্যান্ড। শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১২৩। আর
ইংলিশদের পয়েন্ট ১২২। তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। অবশ্য দক্ষিণ আফ্রিকাকে পাঁচে নামিয়ে চারে ওঠে এসেছে অস্ট্রেলিয়া। ছয়ে আছে পাকিস্তান। দশে আছে আফগানিস্তানও। তবে আফগানদের দুই রেটিং পয়েন্ট কমেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।