মটোরোলা স্মার্টফোন মার্কেটে ফিরে আসতেছে স্মার্টফোনের অত্যাধুনিক টেকনোলজি নিয়ে। বাজেট দামে সম্প্রতি তারা বেশ কিছু মোবাইল বাজারজাত করেছে। সম্প্রতি মটোরোলা র্যাপ অ্যারাউন্ড ডিসপ্লে’র মোবাইল নিয়ে কাজ করতছে এমন লিক টেক দুনিয়ায় ভাইরাল।
মটোরোলা নতুন দিজাইনের একটি প্যাটেন্ট ফাইল করেছে। পেটেন্ট অনুযায়ী ডিজাইনে দেখা যাচ্ছে খুবই অসাধারণ ডিজাইনের একটি মোবাইল যেখানে মেইন ডিসপ্লে ছাড়াও সাইড ডিসপ্লে থাকবে।
এই টেকনোলজির নিয়ে মটোরোলাই প্রথম কাজ করছে না এর আগেও বেশ কয়েকটি স্মার্টফোন কোম্পানি এই ধরনের ডিজাইন দেখিয়েছে কিন্তু সম্প্রতি মটোরোলা এই ডিজাইন নিয়ে কাজ করা মানে তারাও ইনোভেটিভ আইডিয়া নিয়ে আগ্রহী এবং তারা আশা করা যাচ্ছে মটোরোলা খুব শীঘ্রই ভালো কিছু নিয়ে আসবে।
মটোরোলা দুটি প্যাটার্ন প্রপোজ করেছে ২০২০ সালের জুনে। যেখানে মটোরোলা তাদের ডকুমেন্টে দেখিয়েছে ভার্চুয়াল বাটন সহ র্যাপ অ্যারাউন্ড ডিসপ্লের ডিভাইস। পরবর্তীতে নতুন ডিজাইন সহ প্যাটার্ন পাবলিশ হয়েছে ২৩ ডিসেম্বর ২০২১ সালে। যদিও ফোনের বিস্তারিত কিছু জানা যায়নি।
অনেক স্মার্ট ফোন প্রস্তুতকারক কোম্পানি র্যাপ অ্যারাউন্ড বা সিমিলার ডিজাইন নিয়ে কাজ করতেছে কিন্তু এখন পর্যন্ত কম দামের মধ্যে এই ধরনের ডিজাইনের ফোন দেখা যায়নি। বর্তমান বাজারে ফোল্ডিং ফোন পাওয়া যাচ্ছে এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ এর মতো বেশ কয়েকটি ফোন অন্যান্য কোম্পানি থেকে বাজাড়ে এসেছে এবং মিড বাজেটেও পাওয়া যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।