Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে এক বিশাল মোটরসাইকেল র্যালিতে উপস্থিত হয়েছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এসময় তিনি মাস্ক পরিহিত ছিলেন না। এজন্য তাকে ১০৮ ডলার জরিমানা করা হয়েছে।
আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা আছে ব্রাজিলে। সেই নির্বাচনের প্রচারের অংশ হিসেবে সাও পাওলো প্রদেশে এ মোটরসাইকেল মিছিলের আয়োজন করে বলসোনারোর সমর্থকরা।
রবিবার (১৩ জুন) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্তের হিসেবে তৃতীয় ও মৃত্যুর হিসেবে দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে ব্রাজিল।
আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট এক কোটি ৭৩ লাখ ৭৪ হাজার ৮১৮ জন এবং সেখানে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে চার লাখ ৮৬ হাজার ২৭২ জনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



