আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। কিন্তু এর মধ্যেই ঘটছে একের পর এক ধর্ষণের ঘটনা।
গতকাল শুক্রবার ৫৩ বছরের এক নারীকে বাড়িতে ঢুকে ধর্ষণ করার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। ক্ষীণ দৃষ্টিশক্তি সম্পন্ন ওই নারী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালের শাহপুরা এলাকায়।
দেশজুড়ে লকডাউনের জেরে ধর্ষিতার স্বামী ও পরিবারের অন্য লোকজন আটকে রয়েছেন রাজস্থানের সিরোহিতে। তাই ভোপালে নিজের ফ্ল্যাটে একাই থাকছিলেন তিনি। গতকাল শুক্রবার তিনি যখন ঘুমোচ্ছিলেন, তখন ফ্ল্যাটে ঢুকে তাকে ধর্ষণ করা হয় বলে পুলিশকে জানিয়েছেন ওই নারী।
ধর্ষণকারীর পরিচয় এখনও জানতে পারেনি শাহপুর থানা পুলিশ। তবে তারা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ভোপালের অ্যাসিট্যান্ট পুলিশ সুপার সঞ্জয় সাহু জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল গিয়েছে ও ভালোভাবে পরীক্ষা করেছে। নির্যাতিতার মেডিকেল পরীক্ষাও হয়েছে।
তিনি আরো জানান, অজ্ঞাতপরিচয় অভিযুক্তের বিরুদ্ধে শাহপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩৭৭ ধারায় মামলা করেছে পুলিশ।
এর আগে উত্তরপ্রদেশে রেশন ডিলারের হাতে ধর্ষণের শিকার হয়েছিলেন এক গৃহবধূ। সূত্র : আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।