স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে পুরো ভারত। আর সেই লকডাউনের নিয়মভঙ্গ করায় জরিমানা দিতে হয়েছে ভারতীয় ক্রিকেটার ঋষি ধাওয়ানকে।
টাইমস অফ ইন্ডিয়ার সূত্রে জানা যায়, হিমাচল প্রদেশের ক্রিকেটার ঋষি ধাওয়ান লকডাউনের মধ্যে ব্যাংক থেকে নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। করোনাভাইরাসের সংকট মুহূর্তে গাড়ি নিয়ে বের হওয়ার কারণে পাঁচশত টাকা জরিমানা দিতে হয়েছে ভারতীয় এ তারকা ক্রিকেটারকে।
প্রসঙ্গত, ২০১৬ সালে ভারতীয় জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার ঋষি ধাওয়ান। আইপিএলসহ ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত একজন ক্রিকেটার তিনি।
ঘরোয়া ক্রিকেটে ৭৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ব্যাট হাতে ৩ হাজার ৭০২ রান সংগ্রহের পাশাপাশি ৩০৮টি উইকেট শিকার করেছেন ঋষি ধাওয়ান। আর লিস্ট এ ক্রিকেটে ৯৬ ম্যাচে ১ হাজার ৭৭৭ রান সংগ্রহের পাশাপাশি পেস বোলিংয়ে শিকার করেন ১২৫ উইকেট।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.