জুমবাংলা ডেস্ক : করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকার ঘোষিত গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ ও রাজশাহী অঞ্চলে ট্রেন চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এই বিধি-নিষেধ জারি থাকবে। তবে সংশ্লিষ্ট জেলায় লকডাউনের সময়সীমা বাড়া-কমার ওপর বিধি-নিষেধের সময়সীমাও বাড়বে বা কমবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকা থেকে গাজীপুরের মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে। আন্ত নগর ট্রেনের ক্ষেত্রে গাজীপুরের মধ্যে অবস্থিত সব স্টপেজ লকডাউন চলাকালে বন্ধ থাকবে। এ সময় এখানে কোনো আন্ত নগর ট্রেন থামবে না।
এছাড়া গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশীকাথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। আবার খুলনাগামী চলাচলকারী সব যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।