
Advertisement
জুমবাংলা ডেস্ক: কঠোর লকডাউন অমান্য করে বিনা কারণে সড়কে আসা ২১ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, ‘লকডাউন কেমন চলছে’ সেটা দেখতে বের হয়েছিলেন তারা। পরে মুচলেকা নিয়ে তাদের মুক্তি দেওয়া হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, লকডাউনে অনেকেই বের হচ্ছেন। জিজ্ঞেস করলে অনেকে সুনির্দিষ্ট কারণ বলছেন। আবার অনেকে বলছেন- লকডাউন কেমন চলছে সেটা দেখতে বের হয়েছেন। এমন ২১ জনকে আমরা আটক করে প্রায় ২ ঘণ্টারও বেশি সময় নিজেদের হেফাজতে রেখে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



