
Advertisement
জুমবাংলা ডেস্ক: লক্ষ্মীপুরে নতুন করে আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১১৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। খবর ইউএনবি’র।
শনিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফফার জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় নয়জন ও রায়পুর উপজেলায় চারজন রয়েছেন।
লক্ষ্মীপুরে মোট আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬৬৩, রায়পুরে ১০৯, রামগঞ্জে ১৮১, কমলনগরে ১৬০ ও রামগতিতে ৭২ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৬ জন এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩২৬ জন।
করোনায় জেলায় মারা গেছেন ২৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৩১ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।