
Advertisement
জুমবাংলা ডেস্ক: লক্ষ্মীপুরে ৪র্থ দিনের মতো লকডাউন চলছে। জেলা শহরের সকল ধরনের দোকন-পাট বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে যান চলাচল। খবর ইউএনবি’র।
সংশ্লিষ্টরা জানায়, এবার প্রশাসন, জনপ্রতিনিধি যৌথভাবে লকডাউনে কাজ করছে। তাই এবার লকডাউন অনেকটা সফলভাবে পালিত হচ্ছে। বিশেষ করে পৌরসভার ৬নং ওয়ার্ডে ডুকার সবকটি প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে। তবে দুর্ঘটনা এড়াতে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ির যাতায়াতের ব্যবস্থা রাখা হয়নি বলে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে একদিনে সর্বোচ্চ ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
শুক্রবার সকালে লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, নতুন আক্রান্তসহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৯ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। এই উপজেলায় ২৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।