লক্ষ্মীপুরে শেখ মনি ফুড ব্যাংকের ত্রাণসামগ্রী বিতরণ

জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে ‘শেখ মনি ফুড ব্যাংক’ নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে।পবিত্র মাহে রমজানে মাসব্যাপী এই কর্মসূচি চলবে। নিত্য-প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে- চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন উপকরণ রয়েছে।

মঙ্গলবার সকালে জেলা শহরের উত্তর তেমুহনী, এলজিইডি ভবনের সামনে ও সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় প্রায় ৩ শতাধিক পরিবারের মধ্যে বিনামূল্যে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া। এসময় যুবলীগের অন্যান্য ইউনিটের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বায়েজীদ ভূঁইয়া বাসসকে জানান- লক্ষ্মীপুরে ‘শেখ মনি ফুড ব্যাংকের’ মাধ্যমে করোনার লকডাউনের সময় ত্রাণ সামগ্রী নিয়ে তারা অসহায় মানুষের পাশে ছিলো। নিজস্ব অর্থায়নে আজ থেকে আবার একই ব্যানারে পবিত্র মাহে রমজানে মাসব্যাপী জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩ হাজার অসহায় পরিবারের মধ্যে নিত্য-প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি শুরু করেছে। সূত্র: বাসস