লক্ষ্মীপুরে হিফজ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিখোঁজ রনি

লক্ষ্মীপুরে হিফজ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিখোঁজ রনি

জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের মো. রনি (১৪) কোরআন প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন।

লক্ষ্মীপুরে হিফজ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিখোঁজ রনি

সোমবার বিকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী লিল্লাহ জামে মসজিদ এলাকা থেকে নিখোঁজ হন তিনি।

রনি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ দারুল কোরআন হিফজ মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। এবং চরলরেন্স ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোহাগ বেপারি বাড়ির মো. সোহাগের ছেলে।

জানা গেছে, সোমবার আবাবুল হোফ্ফাজ নামক একটি সংগঠন লক্ষ্মীপুরে উত্তর তেমুহনী জামে মসজিদে হিফজ প্রতিযোগিতার আয়োজন করে। মো: রনি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং আয়োজনের শেষ মুহুর্তে পুরস্কার বিতরণের সময় মসজিদ থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এর পর সম্ভাব্য সকল জায়গায় খুঁজেও তার সন্ধান মেলেনি।

রনির গায়ে কফি কালারের পায়জামা-পাঞ্জাবি ও মাথায় সাদা টুপি ছিল। কেউ সন্ধান পেলে নিচের নাম্বারে যোগাযোগের অনুরোধ রইল।

মো: সোহাগ ০১৭২০-৪৫৬০৫৭ (রনির বাবা)