
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সিনেটর ক্রিস মরফি বলেছেন, আমেরিকা প্রথম ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে বলে তারই উচিত আগে এই সমঝোতায় ফিরে যাওয়া। এক্ষেত্রে জো বাইডেন প্রশাসনের লজ্জা পাওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছেন। খবর পার্সটুডে’র।
‘ইরান ও আমেরিকার সম্পর্ক: একটি ক্রান্তিলগ্ন’ শীর্ষক একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে মরফি এ আহ্বান জানান। তিনি বলেন, “বাইডেন প্রশাসন পরমাণু সমঝোতায় ফিরে যেতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা তা করে দেখাবে বলে আমার বিশ্বাস।”