জুমবাংলা ডেস্ক : রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব।
আটকরা হচ্ছে- আবু সালেহ ইমু (২২) ও শফিকুল ইসলাম সাইফ (৩১)। তারা ওই জঙ্গি সংগঠনের প্রচার শাখার সদস্য। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী প্রচারপত্র, বই ও ভিডিও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ইমু ও সাইফ আজ সকাল সাড়ে ৭টার দিকে বরিশালের বানরীপাড়া থেকে ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনালে আসে। এ সময় র্যাব-২ এর একটি দল তাদের আটক করে।
মহিউদ্দিন ফারুকী জানান, ইমু বরিশাল বিএম কলেজে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং সাইফ একই কলেজের একজন শিক্ষক। তাদের দুজনের বাড়ি বলিশালের বানারিপাড়ায়। তারা দুজনই জঙ্গি সংক্রান্ত ওয়েবসাইট উম্মাহ নেটওয়ার্ক ও ইবাদহ ডটকমের পরিচালনাকারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র : বাসস
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel