বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিভো ভি৩০ই ফোন (Vivo V30e) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এক্স মাধ্যমে ভিভো সংস্থা জানিয়েছে, এই ফোন দেশে লঞ্চ হবে আগামী ২ মে, দুপুর ১২টায়। ভিভো ইন্ডিয়ার (Vivo India) ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। সেখান থেকে ভিভো ভি৩০ই ফোন সম্পর্কে বেশ কিছু আভাস পাওয়া গিয়েছে। এই ফোনে থাকতে চলেছে বড় গোলাকার ক্যামেরা মডিউল। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে এই ক্যামেরা মডিউল থাকবে বলে জানা গিয়েছে। ভিভো ভি৩০ই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে দুটো ক্যামেরা সেনসর থাকতে চলেছে। অর্থাৎ এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এর সঙ্গে থাকবে একটি Aura Light ইউনিট। সিল্ক ব্লু এবং ভেলভেট রেড- এই দুই রঙে ভিভো ভি৩০ই ফোন ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এর আগে মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি৩০ সিরিজের ফোন ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো। এবার এই দুই ফোনের সঙ্গেই নাম জুড়তে চলেছে ভিভো ভি৩০ই ফোনের।
ভিভো ভি৩০ই ফোনের রেয়ার প্যানেলে ডুয়াল প্যাটার্ন দেখা যাবে। তবে ম্যাট ফিনিশেও লঞ্চ হতে পারে ফোন। এছাড়াও লম্বালম্বি ভাবে প্যাটার্ন করা স্ট্রাইপ থাকতে পারে ফোনের ব্যাক প্যানেলের ডানদিকের অংশে। এই ফোনে আলট্রা স্লিম থ্রিডি কার্ভড ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। ভিভো ভি৩০ই ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স থাকবে ফোনের ডানদিকের অংশে। এছাড়াও ফোনের ডিসপ্লের সাইডের অংশে দেখা যাবে slim bezels এবং ডিসপ্লের উপরের দিকের অংশে মাঝ-বরাবর হোল পাঞ্চ আট আউট থাকবে। দেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সাজানো থাকবে।
ভিভো ভি৩০ই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 পোর্ট্রেট সেনসর থাকতে চলেছে। এর সঙ্গে ৫০ মিলিমিটারের প্রাইম ফোকাল লেংথ এবং টি এক্স অপটিকাল জুম যুক্ত থাকবে। আর ফোনের ডিসপ্লের উপর থাকবে ৫০ মেগাপিক্সেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত ফ্রন্ট ক্যামেরা সেনসর। এর সঙ্গে অটোফোকাস ফিচার যুক্ত থাকবে। ভিভো ভি৩০ই ফোনে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। তাছাড়াও শোনা গিয়েছে এই ফোনে ৭.৬৯ মিলিমিটার পুরু হতে পারে। ভিভোর এই ফোনে কোয়ালকমের স্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত থাকার কথা রয়েছে। এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ১৪ বেসড অপারেটিং সফটওয়্যারের সাহায্যে এই ফোন পরিচালিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।