বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Oppo তাদের হোম মার্কেট চীনে নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি Oppo A3i 5G নামে পেশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই লেটেস্ট ফোনটি অনেকটা ভারতে লঞ্চ করা Oppo A3 5G এবং Oppo 60 5G ফোনের মতো। এই ফোনে 12GB RAM, 5100mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 6.67 ইঞ্চির ডিসপ্লের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনের দাম বাজেটের মধ্যেই রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A3i 5G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Oppo A3i 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে
Oppo A3i 5G ফোনে 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1000 নিট পীক ব্রাইটনেস এবং 89.9% স্ক্রিন টু বডি রেশিও সাপোর্ট করে।
প্রসেসর
স্মুথ প্রসেসিং এবং গেমিঙের জন্য Oppo A3i 5G ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 5G প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ
এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। চীনে Oppo A3i 5G ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ মডেল সেল করা হবে। এই ফোনে Virtual RAM ফিচার রয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং একটি সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Oppo A3i 5G ফোনে 5100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 10 মিনিট চার্জ করে এই ফোনে 3 ঘন্টা টকটাইম পাওয়া যায়। ফোনটি ফুল চার্জ হতে 75 মিনিট সময় লাগে।
অন্যান্য
Oppo A3i 5G ফোনে ডুয়েল সিম 5G, 4G, ওয়াইফাই 5, ব্লুটুথ, 3.5mm অডিও জ্যাক, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং প্রভৃতি বিভিন্ন ফিচার রয়েছে।
ওএস
এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং কালার ওএস 14 সহ পেশ করা হয়েছে।,
ওজন এবং ডায়মেনশন
Oppo A3i 5G ফোনের ওজন 187 গ্রাম এবং ডায়মেনশন 165.71×76.02×7.68mm।
Oppo A3i 5G ফোনের দাম
Oppo A3i 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
8GB RAM + 256GB স্টোরেজ সহ ফোনটির বেস মডেলের দাম রাখা হয়েছে 1,099 ইউয়ান অর্থাৎ প্রায় 12,900 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল 1,299 ইউয়ান অর্থাৎ প্রায় 15,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
আগামী 21 অক্টোবর থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনটির সেল শুরু হবে। এই ফোনটি স্টার পার্পল এবং ডার্ক নাইট কালারে পেশ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।