বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই আক্রমণের মুখে পড়তে হয় তারকাদের। এবার লতা মঙ্গেশকরের মতো জীবন্ত কিংবদন্তিকেও এই দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে কটূক্তি করেছেন এক নেটাগরিক। আর তার প্রতিবাদে এগিয়ে এসেছেন সংগীতশিল্পী আদনান সামি।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কাবেরী নামের এক অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়, ‘ভারতীয়দের মগজধোলাই করে এটা বোঝানো হয়েছে যে লতা মঙ্গেশকরের কণ্ঠ ভালো’। ওই টুইট শেয়ার করে পাল্টা আদনান সামি লেখেন, ‘বানদর ক্যায়া জানে আদরক কা স্বাদ… মুখ খুলে সবার সামনে নিজের নির্বুদ্ধিতা প্রমাণ না করে চুপ করে থাকলে ভালো হতো না!!’