আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের এলিফ্যান্ড অ্যান্ড ক্যাসেল রেলস্টেশনে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
সোমবার (২৮ জুন) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। আগুনে স্টেশনের নিচের অংশে তিনটি বাণিজ্যিক আউটলেট পুরোপুরি পুড়ে গেছে। এ ছাড়া চারটি গাড়িও পুড়ে ছাই হয়ে গেছে।
নিউইইয়র্ক টাইমস জানায়, ভয়বহ এই অগ্নিকাণ্ডে শহরের বেশকিছু এলাকাজুড়ে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ১০০ ফায়ার সার্ভিস কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। লন্ডনের ফায়ার সার্ভিস কর্মকর্তা কমান্ডার জেমস রায়ান জানান, যেখানে আগুন লেগেছে তার কাছের একটি গ্যারেজে পাঁচজন ছিলেন। আগুনে তারা আহত হন। এদের মধ্যে একজন নিঃশ্বাসে ধোঁয়া ঢুকে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি।
অন্যদিকে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, আগুনে আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



