জুমবাংলা ডেস্ক: খালেদা জিয়ার নাতনী ও প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
শনিবার সকাল ৭টায় লন্ডনের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি।
খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় সূত্র জানিয়েছে, শনিবার আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান গুলশান বাসভবন ফিরোজা থেকে সকাল ৬টায় হযরত শাহজালাল বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা করেন। পরে তিনি সকাল ৭টার দিকে লন্ডনের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গত ৬ ফেব্রুয়ারি দেশে আসেন জাফিয়া রহমান।
এর আগে ৮১ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ১ ফেব্রুয়ারি গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।
খালেদা জিয়া হাসপাতালে থাকা অবস্থায় প্রায় আড়াই মাস ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান। এসময় শাশুড়িকে দেখতে নিয়মিত হাসপাতালে যেতেন শর্মিলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।