জুমবাংলা ডেস্ক: দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতে আম বাগান করে চমক দেখিয়েছেন পটুয়াখালীর মহিপুরের জাহাঙ্গীর মুসুল্লী। বাড়ির পাশেই ৬ একর জমিতে দেশি ও বিদেশি জাতের ২০ রকমের চারা লাগান তিনি। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আম বিক্রি করে ১৫ লাখ টাকা আয়ের আশা তার। এদিকে, লবণাক্ত জমিতে আম চাষে আগ্রহী করতে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
ডালে ডালে ঝুলছে বাহারি নানা জাতের আম। সাধারণত এমন দৃশ্য উত্তর-পশ্চিমাঞ্চলে বেশি চোখে পড়লেও দক্ষিণাঞ্চলের লবণাক্ত ভূমিতে আম হয় না বললেই চলে।
তবে, এবার প্রায় অসাধ্যই সাধন করেছেন পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের জাহাঙ্গীর মুসুল্লী।
জাহাঙ্গীর মুসুল্লী বলেন, ২০০৮ সালে বাড়ির পাশে ৬ একর জায়গায় ৬০০ চারা রোপণ করে বাণিজ্যিকভাবে গড়ে তুলি দুটি আমবাগান। আমার বাগানে রয়েছে আম্রপালি, হাড়িভাঙ্গা, মিয়াজাকিসহ দেশি-বিদেশি ২০ জাতের আম।
জাহাঙ্গীরের সফলতায় আম চাষে আগ্রহী হচ্ছেন এলাকার অনেক বেকার যুবক। ব্যক্তি উদ্যোগে কেউ কেউ বাড়ির আঙ্গিনায় গড়ে তুলেছেন ছোট বাগানও।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ বলেন, সঠিক পরিচর্যা করতে পারলে দক্ষিণাঞ্চলেও আমচাষের ভালো সম্ভাবনা আছে।
এবছর কলাপাড়ার ৩০০ আমবাগানে ১০ কোটি টাকার আম বিক্রির আশা কৃষি বিভাগের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।