আন্তর্জাতিক ডেস্ক : জেলবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে হত্যায় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে ক্ষত্রিয় করণী সেনা। রাজস্থানের রাজপুতদের সংগঠিত করা এই বাহিনী জানিয়েছে, যে পুলিশ কর্তা লরেন্সকে খতম করতে পারবেন, তাকে ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ রুপি পুরস্কার দেয়া হবে। খবর এনডিটিভি
মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিক আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর আলোচনায় আসেন লরেন্স বিষ্ণোই। তিনি গুজরাটের সবরমতী জেলে বন্দী রয়েছেন।
পুরস্কারের খবর ঘোষণা করে এক ভিডিও বার্তায় ক্ষত্রিয় করণী সেনার জাতীয় সভাপতি রাজ শেখাওয়াত বলেন, মানুষের নিরাপত্তার জন্যই লরেন্সকে মেরে ফেলা উচিত। যে পুলিশ কর্মকর্তা তা করবেন, তাকে ওই টাকা পুরস্কার দেয়া হবে।
শেখাওয়াত ওই ভিডিও বার্তায় কেন্দ্র ও গুজরাট সরকারের নিন্দা করে বলেছেন, লরেন্সের মতো সাংঘাতিক এক খুনিকে সামলাতে দুই সরকারই ব্যর্থ। তাই যিনি বা যারা লরেন্সেকে খতম করতে পারবেন, করণী সেনা তাকে বা তাদের পুরস্কৃত করবে।
জেলে থেকেও লরেন্স তার দল পরিচালনা করেন। আন্তর্জাতিক স্তরে মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে তিনি জড়িত। সালমান খানের কাছ থেকে ‘প্রটেকশন মানি’ না পেয়ে কিছুদিন আগে মুম্বাইয়ে তার বাড়ির সামনে বিষ্ণোই গ্যাং গুলি চালিয়েছিল। এরপর সালমান খানের নিরাপত্তা আরও বাড়ানো হয়। কানাডাতেও এই গোষ্ঠীর প্রভাব রয়েছে।
রাজপুতদের সংগঠিত করার জন্য প্রধানত ক্ষত্রিয় করণী সেনা গড়ে তোলা হয়। রাজপুত নেতা লোকেন্দ্র সিং কালভি ২০০৬ সালে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রাথমিক লক্ষ্য ছিল রাজপুতদের জন্য সরকারি শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ। পরবর্তী সময়ে রাজপুতদের জাতিগত সম্মান ও স্বার্থ রক্ষাই হয়ে ওঠে সংগঠনের মূল লক্ষ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।