জুমবাংলা ডেস্ক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম লাইফ সাপোর্টে আছেন বলে খবর প্রকাশিত করেছে জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলো এবং অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম।
প্রথম আলো মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে, তার শারীরিক অবস্থার কোন পরিবর্তন হয়নি, তিনি ঢাকার একটি হাসপাতালে ডাক্তারদের নিবিড় পরিচর্যায় আছেন।
অন্যদিকে বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য গঠিত একটি মেডিক্যাল বোর্ডের একজন ডাক্তারকে উদ্ধৃত করে বলছে, তার অবস্থা ক্রিটিক্যাল, তিনি লাইফ সাপোর্টে আছেন।
করোনায় আক্রান্ত হওয়ার পর গত ১ জুন থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ নাসিম। প্লাজমা থেরাপি দেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৫ জুন তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের কথা ছিল। কিন্তু ওইদিনই ভোর সাড়ে ৫টায় ব্রেইন স্ট্রোক করায় অবস্থার গুরুতর অবনতি ঘটে।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভেন্টিলেশনে এবং ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন। ৬ জুন তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ড বৈঠক করে তাকে পর্যবেক্ষণের সময়সীমা আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে মোট ৭২ ঘণ্টা করেন। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তারা জানান, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি ডিপ কোমায় রয়েছেন। ভেন্টিশেলনের মাধ্যমে তার কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ৭২ ঘণ্টা সোমবার শেষ হলেও অবস্থার এখনও উন্নতি ঘটেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।