জুমবাংলা ডেস্ক : ডাকসুর ভিপি নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত তুহিন ফারাবি (২৫) নামে এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
আইসিইউ-এর দায়িত্বরত চিকিৎসক মাহবুব মোর্শেদ জানান, ফারাবির প্রচুর খিচুনি হচ্ছে। এটি আঘাতের কারণেও হতে পারে, আবার আগে থেকে খিচুনি রোগ থাকার কারণেও হতে পারে। তার মাথার দুটি সিটিস্ক্যান করানো হয়েছে। তাতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে তার রোগের হিস্ট্রি জানতে হবে। আগে থেকেই খিচুনি রোগ আছে কি না।
ফারাবি একটি প্রাইভেট বিশ্বাবিদ্যালয়ের পড়ে। তার বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


