জুমবাংলা ডেস্ক : এবারো লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহিদদের স্মরণ করেছে নড়াইলবাসী। শহরের কুরিরডোব মাঠে একসঙ্গে জ্বলে উঠল এসব মোমবাতি। একই সঙ্গে ওড়ানো হলো ৭১টি ফানুস।
এ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করে জেলা একুশ উদযাপন পর্ষদ। সোমবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা একুশ উদযাপন পর্ষদের সহ-সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক মলয় কুণ্ডু, আব্দুর রশিদ মন্নু প্রমুখ।
এদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মোমবাতি জ্বালানোর কাজে নেমে পড়েন কয়েকশ স্বেচ্চাসেবক। ধীরে ধীরে কুড়িডোবের বিশাল মাঠ অন্ধকারকে ভেদ করে আলোকিত হয়ে ওঠে। এবার মাঠে শহিদ মিনার, বাংলা বর্ণমালা ও বিভিন্ন ধরনের আলপনা তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে মাছরাঙা টেলিভিশন।
১৯৯৮ সালের এদিন থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের বিশাল মাঠে শুরু হয় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এবারো এ কর্মসূচি উদযাপন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।