লাখ টাকার বিকিনিতে আবেদনময়ী তারা সুতারিয়া


বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। কয়েক বছর আগে বলিউডে পা রাখেন ২৬ বছর বয়সী এই নায়িকা। কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় উঠে আসেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সরব তারা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ইনস্টাগ্রামে বিকিনি পরা একটি ছবি পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন।

ছবিতে দেখা যায় সাদা ও কালো রঙের বিকিনির টপস ত্রিভুজ কাটের। নিচের পার্টটিও একই রঙের। তবে বিকিনির সঙ্গে জিন্স পরেছেন এই নায়িকা। আবেদনময়ী লুকে ক্যামেরাবন্দি হয়ে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। ভূয়সী প্রশংসা করছেন তার ভক্তরা।

বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ডিওর বিকিনিটি তৈরি করেছে। যার মূল্য শুনে অনেকেই হতবাক হবেন। ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, তারা সুতারিয়ার বিকিনির দুই পার্টের মোট দাম ৯১ হাজার ৬১ রুপি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ১ লাখ ১৫ হাজার ৯৫ টাকা।

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তারা সুতারিয়া। অভিষেক সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর ‘তাড়াপ’, ‘এক ভিলেন রিটার্নস’, ‘হিরোপান্তি টু’ সিনেমা উপহার দেন এই নায়িকা। বর্তমানে ‘অপূর্বা’ নামে একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।