Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং আমদানিকৃত শিশু খাদ্যের (গুঁড়ো দুধ) অতিরিক্ত দাম রাখায় লাজ ফার্মা ও তামান্না ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদফতর (ডিএনসিআরপি)।
মঙ্গলবার শান্তিনগরে অবস্থিত এই দু’টি ফার্মেসিকে জরিমানা করা হয় বলে জানিয়েছেন ডিএনসিআরপির সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।
তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম ঢাকার কাঁচাবাজার ও টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রিকার্যক্রম (ট্রাক সেল) তদারকি করছে। গতকালও তদারকির সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে শান্তিনগরের লার্জ ফার্মাকে ১০ হাজার টাকা এবং ১ হাজার ৭০০ টাকার গুঁড়ো দুধ৩ হাজার ৬০০ টাকায় বিক্রি করায় তামান্না ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।