লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একই সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী অলি মিয়া (৩০) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম (২৫)। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার কুমারপাড়া এলাকায় তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, ছকিনা বেগম নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। স্থানীয়দের অভিযোগ, সোমবার সকালে ছকিনার শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়। বিষয়টি জানার পর অলি বাড়ি ফিরে মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতন চালান। পরে ক্ষুব্ধ হয়ে তার মা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে বিচার চান।
সন্ধ্যায় অভিমানে অলি ও ছকিনা ঘরের দরজা বন্ধ করে একসঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাতের কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে মর্গে পাঠায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুনবী জানিয়েছেন, পারিবারিক কলহ এবং চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ার ঘটনা আত্মহত্যার প্রাথমিক কারণ হতে পারে। এ ঘটনায় ছকিনার ভাই আজিজুল হক থানায় মামলা দায়ের করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।