Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ‘লালমি’ চাষে স্বপ্ন দেখছেন কৃষকরা, দিনে বিক্রি ২৫ লাখ টাকা
    অর্থনীতি-ব্যবসা বিভাগীয় সংবাদ

    ‘লালমি’ চাষে স্বপ্ন দেখছেন কৃষকরা, দিনে বিক্রি ২৫ লাখ টাকা

    জুমবাংলা নিউজ ডেস্কApril 8, 2023Updated:April 8, 20233 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : স্থানীয়ভাবে উদ্ভাবিত ফল ‘লালমি’ চাষে ফরিদপুরের চাষিরা স্বাবলম্বী হচ্ছেন। জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর বলছে, রোজায় প্রতিদিন ২৫ লক্ষাধিক টাকার লালমি বাজারজাত হচ্ছে ফরিদপুরের সদরপুর থেকে।

    রমজানের শুরু থেকেই সদরপুর উপজেলার মাঠে মাঠে দেখা মেলে লালমি তোলায় ব্যস্ত চাষিদের।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকরা সকাল থেকে দুপুর পর্যন্ত ক্ষেত থেকে লালমি তুলে রাস্তার পাশে জড়ো করছেন বিক্রির উদ্দেশ্যে।

    স্থানীয় চাষিদের ‘উদ্ভাবিত’ ফল ‘লালমি’ দেখতে অনেকটা বাঙ্গির মতো, তবে এর গায়ে শিররেখা নেই। গায়ের রং এবং গন্ধও আলাদা। স্বাদেও আছে পার্থক্য আছে। বাঙ্গি রবি মৌসুমের ফল, পাকতে শুরু করে চৈত্র মাসে। আর লালমির বৈশিষ্ট্য হচ্ছে, শীতের দুই মাস বাদে বছরের যেকোনো সময় এটি চাষ করা যায়। রোপণের ৬০ দিনের মধ্যে লালমি পেকে যায়। তাই কৃষকেরা এমন সময় এর বীজ বপন করেন, যাতে রমজানে ফলগুলো বাজারে তোলা যায়।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান তিতাস মিয়া জানান, ১৫ বছর আগে সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী এলাকায় আলিম খাঁ নামের এক কৃষক প্রথম লালমি চাষ করেন। আলিম খাঁ পরীক্ষাগারে গবেষণা ও সংকরায়ন করে লালমি উদ্ভাবন করেছিলেন- বিষয়টি মোটেও সে রকম নয়। তবে আলিম খাঁ হয়তো প্রাকৃতিকভাবে সংকরায়িত এই ফলটির ধরন প্রথম লক্ষ্য করেন এবং এর চাষ করেন। তার সাফল্য দেখে অন্য কৃষকেরাও লালমি চাষে উৎসাহিত হন।

    ফরিদপুরে উৎপাদিত ১৮টি ফলের মধ্যে আর্থিক বিবেচনায় বাঙ্গি ও লালমির অবস্থান ৫ নম্বরে। এ কারণে এই ফল চাষে মানুষের আগ্রহ বেশি থাকাই স্বাভাবিক।

    জেলার হাট কৃষ্ণপুর এলাকার চাষি জিয়াউর রহমান, তরিকুল মোল্লা, হাফিজ ফকিরসহ বেশ কয়েকজন চাষির সঙ্গে কথা হয়।

    ‘লালমি’ চাষে স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের, দিনে বিক্রি ২৫ লাখ টাকা

    তারা জানান, এই ফলটি ৬০ দিনের মধ্যেই বাজারজাত করা যায়। প্রতিটি লালমি আকার ভেদে পাইকারি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বিক্রি করা যায়। ঢাকাসহ বিভিন্ন জায়গার পাইকাররা এখানে এসে লালমি কিনে ট্রাকে করে নিয়ে যায়।

    ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পাইকারা এখানে এসে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন বাঙ্গিসদৃশ এ ফল।

    ফরিদপুর কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জিয়াউল হক বলেন, “জেলায় চলতি মৌসুমে সাড়ে ৫০০ হেক্টর জমিতে লালমির চাষ হয়েছে।

    লালমির জন্য প্রসিদ্ধ জেলার সদরপুর উপজেলা। রমজানকে সামনে রেখে চাষিরা এ ফল চাষাবাদ করে, উৎপাদনও বেশ ভালো হয়। প্রতিদিন এই উপজেলা থেকে ১০০ থেকে ১২৫ ট্রাক লালমি যায় দেশের বিভিন্ন জেলাতে। যার বাজার মূল্য ২৫ লক্ষাধিক টাকা।”

    খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ইউসুফ মোল্লার আড়তে সব থেকে বেশি লালমির আমদানি হয়। যেখান থেকে ট্রাক ট্রাক লালমি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে।

    সেখানে গিয়ে দেখা যায়, ইউসুফ মোল্লার আড়তের আশপাশের মাঠ থেকে প্রতিদিন চাষিরা তাদের এই ফল এখানে নিয়ে আসছেন। এখানে ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকাররা সকাল থেকেই লালমি কিনছেন। আকার ভেদে ১০০ লালমি ১ থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

    ক্ষেত থেকে লালমি তোলায় ব্যস্ত কৃষক।

    এক একটি ট্রাকে ২০ থেকে ২৫ হাজার টাকার লালমি বহন করে নিয়ে যাওয়া হয়। প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২৫ ট্রাক লালমি বিক্রি হয় এখানে।

    ঢাকার শ্যামবাজার থেকে আসা পাইকারি ক্রেতা হায়দার হোসেন, শ্যামল সাহা জানান, রমজানের সময় তারা সদরপুরে আসেন লালমি কিনতে।

    তাদের মত আরও অনেক ক্রেতাই এখান থেকে লালমি কিনে ট্রাকে করে ঢাকাসহ বিভিন্ন জায়গা নিয়ে বিক্রি করেন।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘লালমি’ ২৫ অর্থনীতি-ব্যবসা কৃষকদের কৃষকরা চাষে টাকা দিনে দেখছেন দেখাচ্ছে বিক্রি বিভাগীয় লাখ সংবাদ স্বপ্ন
    Related Posts
    তারল্য নেই, সহানুভূতিও

    তারল্য নেই, সহানুভূতিও নেই: ব্যাংকে জনদুর্ভোগ

    July 29, 2025
    তিন ঝুঁকিতে ডলারের

    তিন ঝুঁকিতে ডলারের দাম স্থিতিশীল রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক

    July 29, 2025
    DB fraud

    ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজন আটক

    July 29, 2025
    সর্বশেষ খবর
    যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর

    যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত

    মোবাইল গেম

    মোবাইল গেমে ডেটা কম খরচের কৌশল: ডেটা সাশ্রয়ের গাইড!

    তারল্য নেই, সহানুভূতিও

    তারল্য নেই, সহানুভূতিও নেই: ব্যাংকে জনদুর্ভোগ

    আন্তর্জাতিক গণিত

    আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের তাহসিনের চমক

    তিন ঝুঁকিতে ডলারের

    তিন ঝুঁকিতে ডলারের দাম স্থিতিশীল রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক

    ৫জি ইন্টারনেট

    ৫জি ইন্টারনেট কিভাবে চালু করবেন: বাংলাদেশে সম্পূর্ণ সহজ গাইড

    ঝড়

    দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস, নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত

    হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ

    হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ: আপনার মূল্যবান কথোপকথন হারানো থেকে বাঁচানোর চূড়ান্ত গাইডলাইন

    ব্লুটুথ হেডফোন

    আপনার ব্লুটুথ হেডফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার বিজ্ঞানসম্মত ও সহজ উপায়

    আমন্ত্রণ

    আগামী ২৭-৩০ অক্টোবর ড. ইউনূসকে সৌদি যাওয়ার আমন্ত্রণ

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.